কিসে আর বোঝাই মন তোরে।
দেল-মক্কার ভেদ না জানিলে
তার হজ কিসে হয় রে ॥

দেল-মক্কা খোদ কুদরতি কাম
খোদ খোদী দেয় তাতে বারাম
সেই জন্য হয় দেল-মক্কা নাম
সর্ব সাংসারে ॥

এক দেল যার জেয়ারত হয়
হাজার হাজী তার তুল্য নয়
কেতাবেতে ছাপ লেখা রয়
ভাইতে বলি রে ॥

মানুষেরই হয় মক্কার সৃজন
মানুষে তাই করে ভজন
সিরাজ সাঁই কয় আদি মক্কা কেমন
লালন চিনবি কবে রে ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)