জানা উচিত বটে
দুটি নূরের ভেদ বিচার ।
নবীজী আর নিরূপ খোদা
নূর সে কি প্রকার ॥

নবীর যেন আকার ছিল
তাহাতে নূর চোয়ায় বল
নিরাকারে কি প্রকারে
নূর চুয়ায় খোদার ॥

আকার বলিতে খোদা
শরায় নিষেধ আছে সদা
আকার বিনে নূর চুয়ায়
প্রমাণ কি গো তার ॥

জাত ইলাহী ছিল জাতে
কিরূপ সে এল ছিফাতে
লালন বলে নূর চিনিলে
ঘোচে ঘোর আঁধার ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)