কেন মলি রে মন ঝাপ দিয়ে
তোর বাবার পুকুরে।
দেখি কামে চিত্ত
পাগল প্রায় তোরে ॥

কেন রে মন এমন হলি
যাতে জন্ম তাতেই মলি
ঘুরতে হবে লক্ষ গলি
হাতে পায় বেড়ি সার করে ॥

দীপের আলো দেখে যেমন
উড়ে পড়ে পতঙ্গগণ
অবশেষে হারায় জীবন
আমার মন তাই করলি হারে ॥

দরবেশ সিরাজ সাঁই কয়
শক্তিরূপে ত্রিজগৎময়
কেন লালন ঘুরছ বৃথায়
আত্মতত্ত্ব না সেরে ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)