কাজ নাই আমার দেখে দশা।
ব্রজের যত ভালবাসা
সার হলো যাওয়া আসা ॥
পরনেতে পরিব কোপিন
অঙ্গেতে চৈতনের চিন
কাঁদি আমি বলে ও দীন
মনে আমার বড় বাঞ্চা ॥
কেউ কারো সঙ্গে না যাবে
সঙ্গের সাথী করে লবে
এলাম রে নদীয়ার ভাবে
খেলব এবার প্রেমের পাশা ॥
ভুলি নাই ভাই ওরে ছিদাম
সকল কথা তোরে কইলাম
লালন বলে নদেয় এলাম
হই নে যেন নৈরাশা ॥