মনে না দেখলে নেহাজ করে
মুখে পড়লে কি হয়।
মনের ঘোরে কেশের আড়ে
পাহাড় লুকায় ॥

আহাম্মদ নামে দেখি
মীম হরফটি নফি দেখায়;
ওরে মীম গেলে সে কি হয়
দেখ পড়িয়ে সবায় ॥

আহাদ আহাম্মদে
এক লায়েক সে মর্ম পায়;
আকার ছেড়ে নিরাকারে
সেজদা কে দেয় ॥

জানাতে ভজন কথা
তাইতে খোদা গুলিরূপ হয়;
লালন গেল ঘুলায় পড়ে
দাহরিয়ার ন্যায় ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)