ঈদ আসলে কি দুঃখ দিতে?
আপন পর বেছে নিলে
আসলে না সবার বাড়িতে ॥

কেউ খাবে আজ মাখন ছানা
কেউ করিবে আমিরানা
অনেকে খাইতে পাবে না
কাঁদিবে মনের আঘাতে ॥

এত বৈষম্য কেন
তুমি নি তার খবর জান?
নইলে আমার কথা মানে
আসিও না এই দেশেতে ॥

কেউ হাসে কারো কাদা দেখে
দুঃখ লাগে ভাঙাবুকে
আবদুল করিম মনের শোকে
চায় তোমায় মন্দ বলিতে ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)