তুমি দূরে আছো দূরেই থাকো
কাছে আইসো না
আমার মায়ায় পইরা যাইবা বন্ধুরে
বন্ধু মায়া হইলো দারুন যন্ত্রণা ।
কাছে আসার পরেও যদি করি গো আঘাত
মাঝপথে নামাইয়া যদি ছাইড়া দেই গো হাত ।
হৃদয় ভাইঙ্গা যাইবো তোমার
সইতে পারবানা ।
আমার মায়ায় পইরা যাইবা বন্ধুরে
বন্ধু মায়া হইলো দারুন যন্ত্রণা ।
মায়ার মানুষ চাঁদের মত যতই দূরে রয়
তোমার সুখে আমি সুখী মরণ যদি হয় ।
তুমি অনেক ভালো থাকো করি প্রার্থনা
আমার মায়ায় পইরা যাইবা বন্ধুরে
বন্ধু মায়া হইলো দারুন যন্ত্রণা ।
Song : Amar Mayai Poira Jaiba
Artist : Mahtim Sakib
Lyrics & Tune: Rohan Raj
Music: Rohan Raj
