কুহু কুহু কুহু কুহু কোয়েলিয়াকুহরিল মহুয়া বনে ।চমকি’ জাগিনু নিশীথ শয়নে ॥ শূন্য-ভবনে মৃদুল সমীরেপ্রদীপের শিখা কাঁপে ধীরে ধীরে।চরণ-চিহ্ন…
(তুমি) শুনিতে চেওনা আমার মনের কথা ।দখিনা বাতাস ইঙ্গিতে বোঝে,কহে যাহা বন-লতা ॥ চুপ ক’রে চাঁদ সুদূর গগনেমহাসাগরের ক্রন্দন…
কবি সবার কথা কইলে এবারনিজের কথা কহ ।কেন নিখিল ভুবন অভিমানেরআগুন দিয়ে দহ ॥ কে তোমারে হান্ল হেলা কবি…
ওর নিশীথ সমাধি ভাঙিও না ।মরা-ফুলের সাথে ঝরিল যে ধূলিপথেসে আর জাগিবে নাতারে ডাকিও না ॥ তাপসিনী সম তোমারি…
যখন আমার গান ফুরাবেতখন এসো ফিরে।ভাঙবে সভা, বসব একারেবা নদীর তীরে ॥ গীত শেষে গগন-তলেশ্রান্ত তনু পড়বে ঢ’লেভালো যখন…
ভোরে ঝিলের জলে শালুক পদ্ম তোলে কেভ্রমর-কুন্তলা কিশোরী।ফুল দেখে বেভুল সিনান বিসরি ॥ একি নূতন লীলা আঁখিতে দেখি ভুলকমল…
সন্ধ্যামালতী যবে ফুল বনে ঝুরে,কে আসি’ বাজালে বাঁশী ভৈরবী সুরে।সাঁঝের পূর্ণ চাঁদে অরুণ ভাবিয়া,পাপিয়া প্রভাতী সুরে উঠিল গাহিয়াভোরের কমল…
নিশি নিঝুম ঘুম নাহি আসে ।হে প্রিয় কোথা তুমি দূর প্রবাসে ॥ বিহগী ঘুমায় বিহগ কোলে,শুকায়েছে ফুল-মালা শ্ৰাস্ত আঁচলে…
পরদেশী মেঘ যাওরে ফিরে,বলিও আমার পরদেশীরে॥ সে দেশে যবে বাদল ঝরেকাঁদে না কি প্রাণ একেলা ঘরে,বিরহ-ব্যথা নাহি কি সেথাবাড়ে…