বল স্বরূপ কোথায় আমার সাধের প্যারি
যার ভাবে হয়েছি রে দন্ডধারি ॥

কোথা সে নিকুঞ্জবন
কোথা যমুনা এখন
কোথা সে গোপীনীগন
আহা মরি ॥

রামানন্দের দরশনে
পূর্বভাব উদয় মনে
যাব আমি কাহার সনে
সেহি পুরি ॥

আর কি সে সঙ্গ পাব
মনের সাধ পুরাব
পরম আনন্দে রব
ঐ রূপ হেরি ॥

গৌরচাঁদ ঐ দিন বলে
আকুল হই তিলে তিলে
লালন কয় সেহি নীলে
সুমাধুরী ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)