বল গো সজনী আমার
কেমন সেই গৌরগুণ মণি
জগতজনার মন রূপে করে পাগলিনী ॥

একবার যদি দেখতাম তারে
রাখতাম সেরূপ হৃদয়পুরে
রােগশোক সব যেত দূরে
শীতল হত মহাপ্রাণী ॥

মনােমােহিনীর মনহরা
দেখলি কোথা সেই যে গােরা
আমায় লয়ে চল গাে তোরা
দেখে শীতল হই গাে ধনি ॥

নদেবাসীর ভাগ্য ছিল
গৌর হেরে মুক্তি পেল
অবোধ লালন ফেরে পলো
না পেয়ে সে চরণ দুখানি ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)