কারে দিব দোষ নাহি পরের দোষ
আপন মনের দোষে আমি পলাম রে ফেরে।
আমার মন যদি বুঝিত, লোভের দেশ ছাড়িত
লয়ে যেত আমায় বিরজা পারে ॥

মনের গুণে কেউ হলো মহাজন
ব্যাপার করে পেল অমূল্য রতন
আমারে মজ়ালি ওরে অবোধ মন
পারের সম্বল কিছু রাখলাম না রে ॥

অন্তিমকালের কালে কিনা জানি হয়
একদিন ভাবলি না অবোধ মনরায়
মনে ভেবেছ এ দিন এমনি বুঝি যায়
জানা যাবে যেদিন শমনে ধরে ॥

কামে চিত্ত হত মন রে আমার
সুধা ত্যেজে গরল খাই বেসুমার
দরবেশ সিরাজ সাঁই কয় লালন তোমার
ভগ্নদশা ঘটল আখেরে ॥

.

.

“কারে দিব দোষ নাহি পরের দোষ” গানটির অর্থ হল, “কাকে দোষ দেবো, অন্যের দোষ নেই, নিজের দোষেই আমি পথভ্রষ্ট হয়েছি।” এই গানটি বাউল শিল্পী লালন শাহ এর একটি জনপ্রিয় গান। 

এই গানের মাধ্যমে লালন শাহ বোঝাতে চেয়েছেন, মানুষ নিজের লোভ, মোহ, এবং অজ্ঞানতার কারণে ভুল পথে চলে যায় এবং এর জন্য অন্যের উপর দোষ চাপানো উচিত নয়। 

গানের লাইনগুলো বিশ্লেষণ করলে দেখা যায়:

  • কারে দিব দোষ নাহি পরের দোষ:এই লাইনে প্রশ্ন করা হয়েছে যে, কাকে দোষ দেওয়া যায়, অন্যের তো দোষ নেই। 
  • আপন মনের দোষে আমি পড়লাম রে ফেরে:এখানে বলা হয়েছে, নিজের মনের ভুলের কারণেই তিনি পথ হারিয়েছেন। 
  • আমার মন যদি বুঝিত, লোভের দেশ ছাড়িত, লয়ে যেত আমায় বিরজা পারে:যদি তার মন লোভ সংবরণ করতে পারত, তবে সে মুক্তি পেত, অর্থাৎ “বিরজা পারে” যেতে পারত। 
  • মনের গুণে কেউ হলো মহাজন, বেপার করে পেল অমূল্য রতন:কেউ কেউ মনের গুণে (সঠিক পথে থেকে) বড় কিছু অর্জন করে, কিন্তু লেখকের মন তাকে সঠিক পথে পরিচালিত করতে পারেনি। 
  • আমারে মজালি ওরে অবোধ মন, পারের সম্বল কিছুই না করলাম করে:লেখকের অবুঝ মন তাকে ভুল পথে নিয়ে গেছে, যার ফলে পারাপারের জন্য প্রয়োজনীয় কিছুই তিনি অর্জন করতে পারেননি। 
  • অন্তিম কালের কালে কিনা জানি হয়, একদিন ভাবলি না অবোধ মনুরায়:মৃত্যুর সময় কী হবে, তা অবুঝ মন একবারও ভাবেনি। 
  • মনে ভেবেছ এ দিন এমনি বুঝি যায়, সকল জানা যাবে যেদিন শমনে ধরে:মনে করা হয়েছে, এই দিন এভাবেই চলে যাবে, কিন্তু মৃত্যুর সময় সব জানা যাবে। 
  • কামে চিত্ত হত মন রে আমার, সুধা ত্যেজে গরল খাই সে বেসুমার:লেখকের মন কামের বশীভূত হয়ে অমৃত ছেড়ে গরল পান করছে। 

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)