যা লেখা নাই কপালে
তাই চাই আমার অন্তরে,
আমার দুঃখ কেউ বুঝে-না
দিন কাটে মোর কি জ্বালায়,
আর যাব না প্রেমের পাঠশালায়।
একলা জীবন নিয়া আমি
আগেই ছিলাম বালা
তোর প্রেমে পড়িয়া দেহ
পুইড়া হইলো কালা।
জানতান নারে বিষের কাটা
ছিলো তোর প্রেমের মালায়।
মিছা আশা নিয়া কাটাই
ভালোবাসার রীতি
কাঁদাইলে কাঁদিতে হবে
এই দুনিয়ার রীতি
কর্ম যেমন ফল হয় তেমন
বলছেরে গুরু জনায়।
Song: Ja Lekha Nai Kopale
Producer: BabuL Rana
Lyricist: Asraf Babu
