যা লেখা নাই কপালে
তাই চাই আমার অন্তরে,
আমার দুঃখ কেউ বুঝে-না
দিন কাটে মোর কি জ্বালায়,
আর যাব না প্রেমের পাঠশালায়।

একলা জীবন নিয়া আমি
আগেই ছিলাম বালা
তোর প্রেমে পড়িয়া দেহ
পুইড়া হইলো কালা।
জানতান নারে বিষের কাটা
ছিলো তোর প্রেমের মালায়।

মিছা আশা নিয়া কাটাই
ভালোবাসার রীতি
কাঁদাইলে কাঁদিতে হবে
এই দুনিয়ার রীতি
কর্ম যেমন ফল হয় তেমন
বলছেরে গুরু জনায়।

Song: Ja Lekha Nai Kopale
Producer: BabuL Rana
Lyricist: Asraf Babu

Play By YouTube

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)