মন দুঃখে বাঁচি না সদায়
সাড়ে তিন কাঠা জমির প্রমাণ তাই ॥

কোনদিকে হয় খুশির বাগান
কতখানি হয় তার পরিমাণ
কতখানি তার অতিত পতিত
কতখানি সে জলাশয় ॥

কেবা করে দফাদারী
কেবা করে চৌকিদারী
তার হিসাব রাখে কোন কাচারী
হর সময় ॥

বত্রিশ ফুল কারে বলে
দেহের বাও-বাতাস কোনদিক চলে
ফকির লালন কয় দেহের মূল
কোনদিকে রয় ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)