তুমি ছাড়া একশো মানুষ
পাশে যদি থাকে
আমার তবু একা একা লাগে,
তুমি আছো কেউ নাই পাশে
তাতে কি যায় আসে
তুমি থাকলে আমার ভুবন হাসে।
বন্ধু, জীবন হইলো লুডুর খেলা
ছয়-এর আশায় মারে দান,
এক হইলেও এগোতে হয়
রাখতে খেলা চলমান…..
সাজানো এ সংসার আমার
সংসারের যে মানুষ নাই
তুমি বড় বিশ্বাস ঘাতক
আগে তো বুঝিনাই।
তোমার থেকে দুঃখ পেতে
হৃদয় ভালোবাসে।
বন্ধু, জীবন হইলো লুডুর খেলা…..
ভাল করেও কিছু মানুষ
অন্যের দুঃখে ভাসে
প্রেমের মানুষ অসাধারণ
স্মৃতিরই আভেসে।
তুমি হীনা মরণ মেনে
নিবো গো আপোষে।
বন্ধু, জীবন হইলো লুডুর খেলা…..
Song: Jibon Hoilo Ludor Khela
Vocals: Sharmin Akter
Lyrics: Rabiul Islam Rabi
Tune & Music: Rohan Raj
