শুনি মরার আগে মলে
শমন-জ্বালা ঘুচে যায় ।
জান গে কেমন মরার
কিরূপ জানাজা দেয় ॥

জ্যান্তে মরিয়ে সুজন
দিয়ে খেলকা তাজ ভবন
বেশ পরায়;
রুহু ছাপায় হয় কিসে তার
গোর হয় কোথায় ॥

মরার শৃঙ্গার ধরে
উচিৎ জানাজা করে
যে যথায়;
সেই মরা আবার মরিলে
জানাজা হয় কোথায় ॥

কথায় হয় না সেরূপ মরা
তাদের করণ বেদ ছাড়া
সর্বদায়;
লালন বলে সমঝে পর
মরার হাল গলায় ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)