যে সাধন জোরে কেটে যায়
কর্মফাঁসি।
যদি জানবি সে সাধনের কথা
হও গুরুর দাসী ॥

স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ আর
নপুংসকে শাসিত কর
আছে যে লিঙ্গ ব্রহ্মাণ্ডের পর
কর প্রকাশি ॥

মারে মৎস্য না ছোঁয় পানি
রসিকের তেমনি করণি
ওসে আকর্ষণে আনে টানি
ক্ষিরোদ শশী ॥

কারণ সমুদ্রের পারে
গেলে পায় অধরচাঁদেরে
অধীন লালন বলে নইলে ঘুরে
মরবি চুরাশী ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)