শুনি ঘাড়ের উপরে মানুষ
মুর্শিদ রূপে রয়েছে।
ধরব বলে এলাম আমি
খুঁজে পাইনে তার দিশে ॥

অন্ধকারে আর ধন্দকারে
আর ছিল কুওকারে
আমি শুনব কথা তোমার তরে
তার উপরে কে আছে বসে ॥

আর আতশ খাক বাত কিসে গড়ে
বলো শুরু সত্য করে
হাওয়া পবন এলো কোন কালে
পানির জন্ম হয় কিসে ॥

আমার জনম গেল তোমার আশে
তুমি দাওহে দেখা অন্তিমে এসে
অধীন লালন ভেবে বলে
পেলাম না তোমার দিশে ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)