হাসলে তোমার মুখ হাসেনা হাসে তোমার চোখ
হাইসো না হাইসো না তুমি পাগল হইব লোক
রুপের মাইয়্যা রে…
তোমার রুপের আগুন আমার
মনে জ্বালাইয়া দাও।
সুনলে তোমার কথা আমার
কি-যে ভাল লাগে
কেউ কোনদিন এমন কথা
বলেনি তো আগে
প্রাণের বন্ধুয়া রে…
আমায় ভালোবাসার চাদর দিয়া
জড়াইয়া নেও।
তুমি যদি হইতে দিতা,
হইতাম তোমার চুলের ফিতা।
তুমি হইলে বাগানেরি ফুল
হইতাম তোমার কানের ওই ফুল
প্রানের মাইয়্যা রে…
তোমার রঙে রঙে আমার
অঙ্গ রঙ্গিয়ে দাও
তোমার রঙে রঙে আমার
অঙ্গ রাঙ্গাইয়া দাও
আমার ভাল্লাগেনা দূরেদূরে
আমায় কাছে নেও।
ভাল যদি বাসতা আমায়
নুপুর হইতাম ঐ দুটি পায়।
দিলে একখান ছাপার শাড়ি
পিন্দা ঘুরতাম বাড়িবাড়ি
সুন্দর মাইয়্যা রে…
তোমার প্রেমের ফাঁসি আমার
গলায় লাগাইয়া দাও
তুমি মনের মতো কইরা
আমার সাজাইয়া নাও।
তুমি যদি থাকতা রাজি,
হইতাম তোমার নায়ের মাঝি।
তোমার প্রেমে পড়লাম আজি
তাড়াতাড়ি ডাকো কাজী
সোনার মাইয়্যা রে…
তুমি আমার কথা সবার কাছে জানাইয়া দাও
তুমি তোমার ঘরের বউ আমায় বানাইয়া নেও।
হাসলে তোমার মুখ হাসেনা হাসে তোমার চোখ
হাইসো না হাইসো না তুমি পাগল হইব লোক
রুপের মাইয়্যা রে…
তোমার রুপের আগুন আমার
মনে জ্বালাইয়া দাও।
আমায় ভালোবাসার চাদর দিয়া
জড়াইয়া নেও।
Song: Ruper Maiya
Singer: Akash Mahmud & Sadia Liza
Lyrics & Tune: Hasan Motiur Rahman
Original Singer: Khalid Hassan Milu