কাশী কি মক্কায় যাবি রে মনা
চল দেখি যাই ।
দোটানাতে ঘুরলে পথে
সন্ধ্যা বেলায় উপায় নাই ॥

মক্কা যেয়ে ধাক্কা খেয়ে
যেতে চাও কাশী ধামে
এমনি ভাবে কাল কাটালে
ঠিক নামালে কোথা ভাই ॥

নৈবেদ্য পাকা কলা
তা দেখে মন ভোলে ভোলা
শিরণী বিলায় দরগাতলা
তাও দেখে মন খলবলায় ॥

চুল পেকে হলো হুড়ো
না পেলে পথের মুড়ো
লালন বলে ছন্দি ভুলে
না পেলাম কুল নদীর ঠাঁই ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)