ও আমার দেশের মাটি
তোমার পরে ঠেকাই মাথা।
তোমাতে বিশ্বময়ীর
তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা ॥

তুমি মিশেছ মোর দেহের সনে,
তুমি মিলেছ মোর প্রাণে মনে,
তোমার ওই শ্যামলবরন
কোমল মূর্তি মর্মে গাঁথা ॥

ওগো মা, তোমার কোলে জনম আমার
মরণ তোমার বুকে।
তোমার পরে খেলা আমার দুঃখে সুখে।
তুমি অন্ন মুখে তুলে দিলে,
তুমি শীতল জলে জুড়াইলে,
তুমি যে সকল-সহা সকল-বহা মাতার মাতা ॥

ও মা, অনেক তোমার খেয়েছি গো
অনেক নিয়েছি মা–
তবু জানি নে-যে কী বা তোমায় দিয়েছি মা!
আমার জনম গেল বৃথা কাজে,
আমি কাটানু দিন ঘরের মাঝে–
তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা ॥

Song: O Amar Desher Mati
Singer: Iman Chakraborty
Lyrics: Rabindranath Tagore

ইমন চক্রবর্তী একজন প্রখ্যাত ভারতীয় সঙ্গীতশিল্পী এবং অভিনেত্রী, যিনি বাংলা সঙ্গীত জগতে বিশেষ খ্যাতি অর্জন করেছেন। তিনি ১৩ সেপ্টেম্বর ১৯৮৮ সালে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার লিলুয়া শহরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি তার গভীর আগ্রহ ছিল এবং তার মা তৃষ্ণা চক্রবর্তীর কাছ থেকে তিনি সঙ্গীতের প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন।

ইমনের সঙ্গীতজীবনের উল্লেখযোগ্য মুহূর্ত আসে ২০১৬ সালে, যখন তিনি বাংলা চলচ্চিত্র “প্রাক্তন”-এর “তুমি যাকে ভালোবাসো” গানটি গেয়ে শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এই সাফল্য তাকে সঙ্গীত জগতে সুপ্রতিষ্ঠিত করে। এরপর তিনি বিভিন্ন সঙ্গীত প্রকল্পে কাজ করেছেন এবং তার সুরের মাধ্যমে শ্রোতাদের মুগ্ধ করেছেন।

ব্যক্তিগত জীবনে, ইমন চক্রবর্তী ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সুরকার নীলাঞ্জন ঘোষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের বিবাহিত জীবন সুখে কাটছে এবং ইমন তার সঙ্গীত ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন দক্ষতার সঙ্গে পরিচালনা করছেন।

ইমন চক্রবর্তী তার সঙ্গীত প্রতিভা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সঙ্গীত জগতে নিজের স্থান প্রতিষ্ঠা করেছেন এবং শ্রোতাদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)