ভবে আশেক যার লজ্জা কি তাঁর।
সে খোঁজে দীনবন্ধুরে, সে খোঁজে প্রাণবন্ধুরে
দীনবন্ধু প্রাণসখা দেখা দেও মোরে ॥
বাহ্য কাজ ত্যাজ্য করে
নয়ন দুটি রূপের ঘরে
সদায় থাকে ঐরূপ নিহারে
শয়নে স্বপনে কভু সেরূপ ভুলতে না পারে ॥
আশোকের ভেদ মাশুকে জানে
জানে না আর অন্য জনে
সদায় থাকে রূপরস বদনে
রূপের মালা হৃদয় গেথে ভাসে প্রেম সাগরে ॥
মরণের ভয় নাইকো তার
রোজ কিয়ামত রোজের মাঝার
মুর্শিদ রূপটি করে সে সার
তাজমালা সব মেলে লালন যাই ভবসিন্ধু পারে ॥