বৃক্ষ নিয়ে ভাবছি এবার
বাউল সবাই
আমরা হই চারণ বাউল
গণমানুষের গান গাই ॥

হয়েছে গাছ হবে আরো
লাগাও সবাই যত পারো
বৃক্ষ নিধন বন্ধ করো
সবার কাছে বলে যাই ॥

গাছে কত ফল ধরে
মানুষে খায় সমাদরে
ঔষধাদি তৈয়ার করে
রোগ হলে আমরা খাই ॥

দেখ না আপন বিচারে
অক্সিজেন দেয় সবারে
গাছ বিনা জীব বাঁচে না রে
জ্ঞাণী গুণী বলেন তাই ॥

স্বার্থপরগণ স্বার্থের তরে
কলের বোমা তৈয়ার করে
বোমা ছাড়ে মানুষ মারে
আমরা সবাই বাঁচতে চাই ॥

ভুলিও না মনের হেলায়
বাউল আবদুল করিমে গায়
বৃক্ষ মোদের জীবন বাঁচায়
এ ছাড়া যে উপায় নাই ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)