সমঝে কর ফকিরি মন রে ।
এবার গেলে আর হবে না
পড়বি ঘোরতরে ৷৷

অগ্নি জৈছে ভষ্মে ঢাকা
সুধা তমনি গরলে মাখা
মৈথুন দণ্ডে যাবে দেখা
বিভিন্ন করে ৷৷

বিষামৃত আছে মিলন
জানতে হয় তার কিরূপ সাধন
দেখ যেন গরল ভক্ষণ
কর না হারে ৷৷

কয়বার করলে আসা যাওয়া
নিরূপণ কি রাখলে তাহা
লালন কয় কে দেয় খেওয়া
ভব মাঝারে ৷৷

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)