সখি ধইরো গো আমায়
কৃষ্ণ অনুরাগে যদি আমার প্রাণ যায় ॥

সখি গো, ললিতায় লোলক নেও গো খুলে নেও গো চুড়ি
চন্দ্রায় নেও গো চন্দ্রহার সখা নেও অঙ্গুরি
দেহের বসন নেও গো দেবী চম্পহার
সবাই মিলে পাপিনীরে দেও গো বিদায় ॥

সখি গো, আমি মইলে ওই করিও না ভাসাইও জলে
আমারে বাঁধিয়া রাইখো তমালেরই ডালে
তমাল তো সামান্য নয় গো বন্ধু মনোহর
সেই তমালে আসবে কৃষ্ণ জানিবে নিশ্চয় ॥

সখি গো, আমার অন্তিমকালে থাকিও নিকটে
প্রাণ থাকিতে লইয়া যাইও জাহ্নবীর ঘাটে
কৃষ্ণ নাম দিও লিখিয়া গঙ্গা মৃত্তিকায়
সে নামের সহিত যদি উকিলের প্রাণ যায় ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)