সে ভাব সবাই কি জানে।
যে প্রেমে শ্যাম আছে বাঁধা
ব্রজগোপীদের সনে ৷৷

শুদ্ধ রস অমৃত সেবা
গোপী বিনে জানে কেবা
পাপ-পুণ্যের জ্ঞান থাকে না।
কৃষ্ণ দরশনে ৷৷

গোপীর অনুগত যারা
ব্রজের সেভাব জানে তারা
নিহেতু প্রেম অধর ধরা
গোপীদের মনে ৷৷

টলে জীব অটলে ঈশ্বর
তাতে কি হয় রসিক শিখর
লালন বলে রসিক বিভোর
রস ভিয়ানে ৷৷

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)