সারা জনম কাটাইলাম নগরে নগরে
সুজন বন্ধু রে
আর কী ভরসা মোর অন্তরে ॥

বন্ধু রে, আমি ঘরবাড়ি ত্যাজ্য করি
শুধু তোমার আশা করি
হইলাম বৈরী ঘরে আর বাহিরেও, ও বন্ধু রে
কইতো মন্দ ভাবছিলাম না
তুমি যদি বুঝতে বেদনা
আমার হিয়ার বেদন জানবে কি আর পরে ॥

বন্ধু রে, জানতাম যদি পরে তুমি
আমারে করবে বদনামী
একাকিনী বসে থাকতাম ঘরে, ও বন্ধু রে
কে জানিত দিবে ফাঁকি
করবে সদায় লুকালুকি
জানলে কি আর প্রাণ সঁপিতাম তোমারে ॥

বন্ধু রে, আমার মনে তো মানে না মানা
মিটিল না আর বাসনা
বুঝিলাম আমার কর্মের ফেরে, ও বন্ধু রে
উকিল অপরাধী বলে পায়ে তুমি দিও না ঠেলে
তুমি বিনে যাবো কার ধারে ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)