ওরে ও বনের কোকিল
কোকিল আমার বন্ধুরেনি চিনো
তুমি দাঁড়াইয়া যাও শুনিয়া রে কোকিল
দুঃখিনীর বেদন রে।
পাখা তোমার আছে বলে উড়ে যেতে পারো
উড়ে গিয়া তোমার সখা তুমি দেখিতে যে পারো।
আসার পথে চাইয়া থাকি চাতকের মতন
কবে আসবে বন্ধু আমার জুড়াইতাম জীবন রে।
দিবানিশি জলে ভাসে আমার দুই নয়ন
বন্ধুর লাগি কেন্দে কেন্দে গেল উকিলের জনম রে।