সোনা বন্ধুরে, তোর সনে কী কথা ছিল
তোর পিরিতে নয়ন দিয়া আমার জাতি-কুলমান গেল ॥
বন্ধু রে, যা বলেছিলে গোপনে কুঞ্জবনে যখন কেউ না ছিল
খেলিয়া প্রেমের খেলা আমায় দোষী কেন বানাইলা
দোষের ভাগী কলঙ্কিনী এখন আমি কোথায় যাব বলো ॥
বন্ধু রে, চাঁদবরণ মুখের হাসি দেখে জুড়ায় দাসীর প্রাণ
তুমি বিনে কে আছে সম্বল।
পিরিতের শেল বুকে দিয়া আছো কোথায় লুকি দিয়া
উকিলের মনোবাসনা থাকতে না পুরাইল ॥