রসের রসিক না হলে
কে গো জানতে পায়।
কোথা সে অটল রূপে বারাম দেয় ॥

শূন্য ভরে আসন করে
পাতাল পুরে শয়ন দেয়;
উপর উপর বেড়ায় ঘুরে
জীব সদায় ॥

মনচোরা চোর সেহি নাগর
তলে আসে তলে যায়;
অমনি গিয়ে পড়ে সে
ফাঁকের মাঝখানায় ॥

তলে ধুঁঢ় তলে খোঁজ
তবে সে ভেদ জানতে পায়;
লালন বলে উচ্চ মনের
কাৰ্য নয় ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)