নয়ন পলক না থাকিলে
হেরিতাম রূপ নিরবধি,
কেন গো সই দুই নয়নের
পলক হইল বাদী।
চিত্রপটে যা দেখলাম সখি
শয়নে স্বপনে সেই রূপ ভুলিতে না পারি,
আমি অচেতনে ছিলাম ভালো
চেতন হইয়া বসে কাঁদি।
জল ভরিতে আইলাম গো সখি
জলের ছায়ায় রূপ দেখিতে ঢেউ হইল বাদী,
উকিলে কয় মনের খেইদে
দাগা দিলো দারুণ বিধি।