মরে ডুবতে পারলে হয়।
মরে যদি ভেসে ওঠে
সে মরার ফল কি তায় ॥

মরা তো অনেক মরে
ডুবা কঠিন হয় গভীরে
মৃত্তিকাহীন সরোবরে
থাকলে স্বরূপ রূপ আশ্রয় ॥

মরণের আগেতে মরা
প্রেম ডুবারু হয়ে তারা
সেই জানতে পায় অধর ধরা
অথায়েতে দিয়ে থাই ॥

ডোবে না মন ওঠে ভেসে
ডুবতে চায় গলায় কলসী বেঁধে
অধীন লালন বলছে কেঁদে,
না জানি সাঁই কোন্ ঘাটে লাগায় ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)