মনেরই নেংটী এঁটে কর রে ফকিরি।
আমানতের ঘরে মনা
হয় না যেন চুরি ॥

এ দেশেতে দেখি রে ভাই
ডাকিনী যোগিনীর [ বাঘিনীর | ভয়
দিনেতে মানুষ ধরে খায়
থেকো [ রে ] হুঁশিয়ারী ॥

বারে বারে বলছি রে মন
করতে হবে আর সাধন
আকর্ষণে দুষ্ট মনকে
মারো ধরি ধরি ॥

নেংটী তোমার নড়বড়ে
কাজে দেখি ধড়ফড়ে
খাটবে না রে লালন ভেড়ে
টাকশালে চাতুরী ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)