পাখি গেছে আমার উড়িয়া
পিঞ্জিরা রইছে আমার পড়িয়া
ভাই ভাতিজা কাঁন্দে দেখো
পিঞ্জিরা ধরিয়া….
আমার মন পাখি আমার প্রাণ পাখি
তোর সাথে আমার কথা ছিলো কি?
পাখি গেছে আমার উড়িয়া
পিঞ্জিরা রইছে পড়িয়া
ভাই ভাতিজা কাঁন্দে দেখো
পিঞ্জিরা ধরিয়া।
আমার মন পাখি আমার প্রাণ পাখি
তোর সাথে আমার কথা ছিলো কি!
পাখির নামটি আমার ময়না টিয়া
কাছে গেলে কয়না কথা
পায়ে আছে লোহার বেড়ি
বাঁধা মানে না।
আমার মন পাখি আমার প্রাণ পাখি
তোর সাথে আমার কথা ছিলো কি!
পাখিরে খাওয়াইতাম আদর কইরা
সেও গেছে আমায় ফালাইয়া
ওরে পরাণ আমার কাঁন্দে দেখো
পাখির লাগিয়া।
আমার মন পাখি আমার প্রাণ পাখি
তোর সাথে আমার কথা ছিলো কি!
Song: Mon Pakhi
Singer: Sultana Yeasmin Laila & Akash Mahmud
Lyrics: Collected
আকাশ মাহমুদ একজন বাংলাদেশি সঙ্গীতশিল্পী, গীতিকার ও সুরকার। তিনি লোকগীতি ও আধুনিক গানের মিশ্রণে শ্রোতাদের মন জয় করেছেন। ফরিদপুর জেলার একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করা আকাশ তার সঙ্গীত প্রতিভার মাধ্যমে দেশব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছেন।
শৈশব থেকেই তার সঙ্গীতের প্রতি ঝোঁক ছিল। তৃতীয় শ্রেণি থেকেই তিনি সঙ্গীতচর্চা শুরু করেন। তার প্রথম গুরু ছিলেন মোহাম্মদ আবু তালেব। পরবর্তীতে কিছুদিন বাবু বিপ্লব কুমার বিশ্বাস-এর কাছে গান শেখেন। তারপর থেকে নিজের একাগ্রতায় গান এবং সংগীত পরিচালনা করে চলেছেন আকাশ মাহমুদ।
আকাশ মাহমুদের গানের জীবন শুরু হয় শৈশব থেকেই। তিনি লোকগীতি, আধুনিক ও রোমান্টিক গানের মাধ্যমে নিজেকে জনপ্রিয় করে তুলেছেন। তার গানগুলো সাধারণত সামাজিক, আবেগপ্রবণ এবং হৃদয়ছোঁয়া কথায় ভরপুর।
প্রথম মৌলিক গান ছিল তার বাবার লেখা “আমার বাড়ি ফরিদপুর, আমার গর্ব ফরিদপুর”।
জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে:
“পিরিত ভীষণ জ্বালা”
“কই রইলা বন্ধু রে”
“সোনা বন্ধু চান্দে”
“আমার মত বেহায়া নাই”
এ পর্যন্ত আকাশের কণ্ঠে দেড় শতাধিক গান প্রকাশিত হয়েছে। তার ইউটিউব চ্যানেল “আকাশ ড্রিম মিউজিক”-এ সাড়ে চার লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে।
আকাশ মাহমুদ তার গানে বাংলা সংস্কৃতির ছোঁয়া রাখেন এবং শ্রোতাদের আবেগপূর্ণ গানের মাধ্যমে মুগ্ধ করেন।
আকাশ মাহমুদ তার সঙ্গীত প্রতিভা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের সঙ্গীত জগতে একটি বিশেষ স্থান করে নিয়েছেন। তার গানের মাধ্যমে তিনি শ্রোতাদের মন জয় করে চলেছেন এবং ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করবেন বলে আশা করা যায়।