আকাশটা কাঁপছিল কেন
জমিনটা নাচছিল কেন
বড়পীর ঘামছিল কেন সেইদিন সেইদিন
গান গাইছিলো খাজায় যেইদিন।
আল্লাহ্ নবীর গান
পীর আউলিয়ার শান
যে বলে হারাম সেতো জ্ঞানহীন
না জেনে ভেদ বাতেন
হারাম তোমরা বলো কেন
এ গান শুনেছেন নবী ইয়াসিন ইয়াসিন
না করে গন্ডগোল
খোল তোরা হাদিস খোল
বিল্লাল কেন বাজায় ঢোল সেই দিন
যেদিন দ্বীনের নবী
ছেড়ে যান পৃথিবী
ঢোল বাজাইয়া ক্ষমা চাই ঋণ চাই ঋণ
সুরেতে দেয় আজান
সুরে পড়ে কুরআন
সুরেতে করে বয়ান ওয়াজিন
কয় সরকার শাহ্ আলম
আছে গান দুই রকম
সু_ গানে স্বাগতম মুমিন মুমিন
Song: Akashta Kapchilo Ken
Singer: Pakhi Bauliyana
Lyrics & Tune: Sahalam Sarkar
শাহ্ আলম সরকার বাংলাদেশের একজন প্রখ্যাত বাউল শিল্পী, গীতিকার ও সুরকার। তিনি ১৯৬৫ সালের ১ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কুড়িগাঁও গ্রামের একটি সংগীতপ্রেমী পরিবারে জন্মগ্রহণ করেন। তার দাদা গোলাম আলী বেপারী দরবারি সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন, বড় কাকা গোলাম মহিউদ্দিন বেপারী ছিলেন একজন খ্যাতিমান গীতিকার ও সুরকার, এবং আরেক কাকা মরমী বাউলকবি আব্দুস সাত্তার মোহন্তের কাছে শাহ্ আলম সংগীতের প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন।
শাহ্ আলম সরকার আনুষ্ঠানিকভাবে গানের দীক্ষা নেন বিখ্যাত পালাগান শিল্পী আবুল সরকারের কাছে। তিনি প্রায় আড়াই হাজার গান রচনা ও সুরারোপ করেছেন এবং তার প্রকাশিত গানের ক্যাসেট ও সিডির সংখ্যা সাড়ে পাঁচশত-এর অধিক। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী হিসেবে তিনি কাজ করেছেন এবং প্রায় শতাধিক চলচ্চিত্রে গীতিকার হিসেবে যুক্ত ছিলেন।
তার উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে:
“ফাইট্টা যায় বুকটা ফাইট্টা যায়”
“মায়ের কান্দন যাবত জীবন”
“আকাশটা কাঁপছিল ক্যান”
“বান্ধিলাম পিরিতের ঘর”
“খরকুটার এক বাসা বাঁধলাম”
তার “আকাশটা কাঁপছিল ক্যান” গানটি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত গৌতম ঘোষের ‘মনের মানুষ’ ছবিতে অন্তর্ভুক্ত হয়ে ব্যাপক প্রশংসা অর্জন করে।
শাহ্ আলম সরকার বিবাহিত এবং তিন সন্তানের জনক। তিনি বাউল সংগীতের প্রচার ও প্রসারে অবদান রাখার জন্য বিভিন্ন সম্মাননা পেয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো রাহে ভাণ্ডার এনোবল অ্যাওয়ার্ড ২০১৬ (গীতিকার হিসেবে) এবং মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৮ (গীতিকার হিসেবে)।
বাংলা বাউল গানের এই জীবন্ত কিংবদন্তি তার সংগীতের মাধ্যমে সমাজে প্রেম, মানবতা ও আধ্যাত্মিকতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন।