ভবেতে আসিলাম গুরু না ভজিলাম
ভজিলাম না মাতা পিতা রে মন আমার,
মানব জনমও বৃথা রে মন আমার
মানব জনমও বৃথা ॥
জন্মিয়া ভূমন্ডলে মায়ারও সাগরে
অগাধ জলে ভেসে যায়,
বিষয়ও বাসনায় মায়ারও কামনায়,
ভজিতে পারিনা তোমায়’রে মন আমার
মনব জনমও বৃথা রে মন আমার
মনব জনমও বৃথা ॥
জন্মিলে মরিতে হবে অমর কেহ নাইকো ভবে
চেয়ে দেখো দুনিয়ায়……
দুই দিনের আয়ু পেয়ে গেলরে দিন গেলো বয়ে,
আনন্দে দয়ালের গান গাই রে মন আমার
মানব জনমও বৃথা রে মন আমার
মানব জনমও বৃথা ॥
Song: Vobete Asilam Guru Na Vojilam
Singer: KamruzZaman Rabbi
Lyrics: Unknown