মন আমার আজ পলি ফেরে ।
দিনে দিনে পিতৃধন তোর গেল চোরে ॥
মায়ামদ খেয়ে মনা
দিবানিশি ঝোঁক ছোটে না
গাছ বাড়ির উল হলো না।
কে কী করে ॥
ঘরের চোরে ঘর মারে মন
যায় না ঘোর জানবি কেমন
একদিন দিলে না নয়ন
আপন ঘরে ॥
ব্যাপারে করতে এসেছিলে
আসলে বিনাশ হলে
লালন কয় হুজুরে গেলে
বলবি কী রে ॥