মেরে সাঁই আজব কুদরতি
তা কে বুঝতে পারে।
আপনি রাজা আপনি প্রজা
ভবের পরে ॥

আহাদ রূপ লুকায় হাদি
রূপটি ধরে আহাম্মদি
এ ভেদ না জেনে বান্দা
পড়বি ফ্যারে ॥

বাজিকর পুতুল নাচায়
আপনি তারে কথা কওয়ায়
জীবদেহে সাঁই চালায় ফেরায়
সেই প্রকারে ॥

আপনারে চিনবে যেজন
ভেদের ঘরে পাবে সে ধন
সিরাজ সাঁই কয় লালন
কি আর বেড়াও ছুঁড়ে ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)