এই গ্রামে যে মহা কামেল
ওই গ্রামে সে ভন্ড
তুচ্চ ভুলে আপদ কালে
পায় সে গুরু দন্ড ॥
এই দলে যে মধ্য মনি
ওই দলেতে পাপী
আমরা মানুষ নিজের মাপে
অন্যেকেও মাপী।
রক্তজড়ে থরেথরে
কেউ থাকে না দায়ে
দলদাসেরা শান্তি খুঁজে
দলপতির পায়ে।
আমি কোন মতে যাই
কোন পথে যাই গোমট যাতাকলে।
এবার ভেবেচিন্তে যোগ দিয়েছি
মানুষ নামের দলে।
আমি ভেবেচিন্তে যোগ দিয়েছি
মানুষ নামের দলে।
একটা শ্রেণী খুবলে খেলো
সব লকারের টাকা
আরেক শ্রেণীর ভাত জুটেনা
এমন তারা বোকা।
ধর্ম পেশা জমছে ভাল
মুক্ত চিন্তা ফাঁদে।
পিশাচেরা অট্টহাসে
গুনীজনে কাঁদে।
আমি কোন মতে যাই
কোন পথে যাই গোমট যাতাকলে ॥
এবার ভেবেচিন্তে যোগ দিয়েছি
মানুষ নামের দলে।
আমি ভেবেচিন্তে যোগ দিয়েছি
মানুষ নামের দলে ॥
বর্গী আসে বর্গী বসে
আম জনতার ঘাড়ে
সেই খুঁশিতে নাঁচে তারা
প্রবল অহংকারে।
বোধের ঘরে ক্ষোধের শিখা
শ্লোগান চলে জোরে
সাম্যবাদী সমাজ হবে
দেখবো সে কোন ভোরে।
আমি কোন মতে যাই
কোন পথে যাই গোমট যাতাকলে ॥
এবার ভেবেচিন্তে যোগ দিয়েছি
মানুষ নামের দলে।
আমি ভেবেচিন্তে যোগ দিয়েছি
মানুষ নামের দলে ॥