কলঙ্কের ডালি মাথায়
ঘোরো গিয়া বন-জংলায়
তারেনি কেউ সহজে পায়।
আগে তুচ্ছ করো ঘরবাড়ি
আরচালা টিনের চৌকারি
কাজ কিরে তোর পাকাবাড়ি
বাসা করে রও নিরালায়।
কুলমানের গৌরব ছাড়ো
উঁচা-নিচা সমান করো
ভাবের ঘরে তারে ধরো
থাকে না সে বালখানায়।
প্রেমনদীর দক্ষিণ ধারে
মুন্সিগঞ্জের বাজারে
উকিলে কয় দেখলে না রে
কত রঙের খেলা খেলায়।