কি এক অচিন পাখি পুষলাম খাঁচায়।
হল না জনম ভরে তার পরিচয় ॥

আঁখির কোণে পাখির বাসা
দেখতে নারে কি তামাশা
আমার এ আঁধলা দশা
কে আর খুঁচায় ॥

পাখি রাম রহিম বুলি বলে
ধরে সে অনন্ত নিলে
বল তারে কে চিনিলে
বল গো নিশ্চয় ॥

যারে সাথে সাথে লয়ে ফিরি
তারে বা কই চিনিতে পারি
লালন কয় অধর ধরি
কিরূপ ধ্বজায় ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)