কি ছার রাজত্ব করি।
গোপাল হেন পুত্র আমার
অক্রুর এসে করল চুরি ॥

মিছে রাজার নামটি আছে
লক্ষ্মী সেতো গা তুলেছে
যে হতে গোপাল গিয়েছে
সেই হতে অন্ধকার পুরি ॥

শোকানলে চিত্ত মাঝার
কার বা বাড়ি কার বা এ ঘর
একা পুত্র গোপাল আমার
করে গেল শূন্যকারি ॥

নন্দ যশোদার ছিল
অজুর মুনি বিষম কাল
প্রাপ্ত কৃষ্ণ হরে নিল
লালন কয় এ দুঃখ ভারি ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)