কারে বলব আমার মনের বেদনা।
এ-মনের ব্যথার ব্যথি তো মেলে না ॥

যে দুঃখে আমার মন
আছে সদা উচাটন
বল্লে সারে না;
গুরু বিনে আর, না দেখি কিনার
তারে আমি ভজলাম না ॥

অনাথের নাথ যে জন আমার
সে আছে কোন অচিন শহর
তারে চিনলাম না;
কি করি কি হয়, দিনে দিন যায়
কবে পুরবে মনের বাসনা ॥

অন্য ধনের নই রে দুখী
মন বলে আজ হৃদয়ে রাখি
শ্রীরূপখানা;
লালন বলে মোর, পাপের নাহি ওর
তাইতে আশা পূর্ণ হল না ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)