কালঘুমেতে গেল তোর চিরদিন
ঘুম ঘোমাতে গেল রে তোর দিন।
ওরে দিন গেল মিছা কাজে মন
রাত্র গেল পরাধীন ॥

গুরুবস্তু অমূল্য ধন
ঘুমের ঘোরে চিনলি না রে মন
ও রে ঐ ঘুমেতে হবে মরণ
যেতে হবে শমন অধীন ॥

কি বলিয়ে ভবে আলি
তাহার কিবা কর্ম করিলি
ও রে মোহমায়ায় ভুলে র’লি
গুরু কর্ম না করিলি একদিন ॥

দরবেশ সিরাজ সাঁই বলেরে লালন
তোর সোনার তনু হল হীন
ও রে দিন থাকিতে ছয় জনাকে
করলি না রে অধীন ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)