দায় ঠেলে বলছ রে মন আল্লাগণি।
সুখের কালেতে তারে ভোল রে মণি ॥

আগা কেটে হলি মুসলমান
মানুষে আনলিনে ঈমান
মানুষরূপে মর্দুদ শয়তান
ঘরে ঘরে জানি ॥

উবহায়জত মুছিবৎ এলে
দরূদ কালাম পড় সকলে
সে সকল উতরায়ে গেলে
গাজীর গান বেড়াও শুনি ॥

দুষে বেড়াও জাত ভালো না
আপন জাতির খবর জানো না
লালন বলে এমন দিন-কানা
আর তো দেখিনি ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)