বন্ধু আয় ফিরে আয়
বহু দিনের প্রেম পিরিতি ভুলা নাহি যায়।

ও বন্ধু রে, কইরাছিলাম ভালোবাসা
দিয়াছিলে কত আশা
সুখের বাসা ভাঙিলে আমায়।
যেদিন হতে তোমায় ছাড়া
হইয়াছি জিয়ন্তে মরা
প্রেমের আগুন লাগলো কলিজায় ॥

ও বন্ধু রে, পাগল যেমন রাস্তায় বসে
খনে কাঁন্দে খনে হাসে
মন মানে না করি কি উপায়।
বলুক বলুক লোকে মন্দ
আমার মনে এই আনন্দ
রক্তচন্দন পড়াবো তোমায় ॥

ও বন্ধু রে, তোমায় দেখলে জুড়ায় পোড়া আঁখি
শয়নেস্বপনে দেখি
ধরতে গেলে ধরা নাহি যায়।
হালিম বলে কাছে পেলে
গোসল দিতাম গোলাপ জলে
সুন্দর পোশাক পড়াইতাম তোমায় ॥

Song: Bondhu Ay Fire Ay
Singer: Laila
Lyrics & Tune: Shadhok Abdul Halim Boyati

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)