বলরে সেই মনের মানুষ কোনজনা।
মা কর পতি ভজনা
মওলা তারে বলে মা ॥
কেবা আদ্য কেবা সাধ্য
কার প্রেমেতে হয়ে বাধ্য
কে জানালো পরম তত্ত্ব
বেদে নাই যার ঠিকানা ॥
একেতে দুই হল যখন
ফুল ছাড়া হয় ফলের গঠন
আবার তারে করে মিলন
সৃষ্টি করলেন মনজনা ॥
লা-মোকামে সেই যে নূরী
আদ্যমাতা নূর জহরী
লালন বলে বিনয় করি
আমার ভাগ্যে ঘটল না ॥
