আরে ও জারমুনিয়ার দল
প্রাণবন্ধু কোথায় আছে তোরা বল।
নদীর স্রোতে উজান যাস একি তোর কৌশল
বন্ধুর দেশের বাতাসই বুঝি তোরা বল।
দক্ষিণ দেশের লোকে আমায় করেছে পাগল
তোরা যদি হস দরদি সেথায় নিয়ে চল।
আষাঢ় মাসের ভরা নদী করে টলমল
দিবারাত্র বারণ হয় না উকিলের চোখের জল।