আমার দিবার বলতে কী ধন আছে
কী ধন দিব তোমারে
আমার যা ছিল সব পুড়ে গেল
তোমার বিরহ অনলে গো
তুমি দয়া করো দয়ার ভাণ্ডার
দয়া করো মোরে রে।
হাতে নাই মোর টাকাকড়ি
আমি কী দিয়া তোমার চরণ ধরি গো
দয়া করো দয়ার ভাণ্ডার
দীনহীনের মুক্তি চাই রে।
নাই গো আমার বসতবাড়ি
আমি তোমায় আশা করি গো
উকিল তোমার চরণের ভিখারি
চরণ দেও আমারে রে।