থাকিতে পাইলাম না যারে
মরিলে কি পাওয়া যায়
মইলাম মইলাম গো
দারুণ প্রেমজ্বালায়।
প্রাণবন্ধুর বিচ্ছেদানলে
সদায় আমার অঙ্গ জ্বলে
প্রেমের আগুন দ্বিগুণ জ্বলে
নিভাইবার নাই উপায়।
নতুন নতুন পুষ্প দিয়া
বিনা সুতায় হার গাঁথিয়া
আমি রেখেছি সাজাইয়া
দিবো মালা কার গলায়।
যে জ্বালা দিয়াছো চিত্তে
খুলিয়া দেখাইব কারে রে
বিনা দোষে উকিলে
বনবাসে দিন গুজরায়।