ফকিরি করবি ক্ষ্যাপা কোন রাগে ।
আছে হিন্দু মুসলমান দুই ভাগে ॥

বেহেস্তের আশায় মুমিনগণ
হিন্দুদের স্বর্গেতে মন
বেহেস্তের সুখ ফাটক সমান
শৱাই ভাল তায় লাগে ॥

ফকিরি সাধন করে
খোলসা রয় হুজুরে
টল কি সে অটল মুকাম
নিহাজ করে জান আগে ॥

অটল প্রাপ্তি কিসে হয়
মুর্শিদের ঠাই জানিতে হয়
সিরাজ সাঁই কয় লালন ভেড়ো
ভুগিসনে ভবের ভাগে ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)